মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়েত ইসলামের আমির ও ব্রাহ্মণবাড়িয়া -২ নির্বাচনী এলাকার দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাও. মোবারক হোসাইন আকন্দ বলেছেন, যারা মাদক সেবন করে তাদের’কে দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না। জামায়েতের কোন স্তরের কর্মীরা মাদক সেবন করে না। মা’দক’কে প্রশ্রয় দেয় না, জামায়েত ইসলাম ক্ষমতায় আসলে সামাজের মারাত্মক ব্যাধি মাদক নির্মূল করা যাবে” ইনশাআল্লাহ “সরাইল উপজেলা জামায়েত ইসলামের উদ্যোগে গণসংযোগ শেষে। উচালিয়াপাড়া চৌরাস্তা মোড়ে। রোববার পথসভায় তিনি আরও বলেন, আপনারা জামায়াতের প্রার্থীকে বিজয় করান। কথা দিচ্ছি সরাইল অবহেলিত থাকবে না। সরাইল’কে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। মাও. মোবারক হোসাইন আকন্দ আরও বলেন, যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাদের দ্বারা দেশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গড়া যায় না। দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন।” সরাইল উপজেলা জামায়াত ইসলামের আমির মো. এনাম খান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামের যুব ও আইন বিষয়ক সম্পাদক, কাজি সিরাজুল ইসলাম। উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম তারেক, সদর ইউনিয়ন সেক্রেটারী বরকত উল্লাহ, শাহজাদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীত সভাপতি গিয়াস উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসমাইল হোসেন, শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বদরুল আলম, কালিকচ্ছ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি রহমত আলী, নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি আমিরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরাইল উপজেলা শাখার উদ্যোগে সরাইল বাজারে ব্যপক গণসংযোগ করা হয়েছে।
