ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার আমানউল্যাপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সেচ্ছাসেবি সংগঠন তারুণ্যের আলো সমাজ কল্যান সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আরিফুর রহমান। সংগঠনের পৃষ্ঠপোষক ও সানিমা গ্রুপের এমডি এস এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় ঢাকা মডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. জাবেদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
