ePaper

বর্ষসেরা ফুটবলার হলেন রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে যাওয়া মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক

বর্ষসেরা ফুটবলার হলেন রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে যাওয়া মিডফিল্ডার চলতি মৌসুমে রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন ফ্লোরিয়ান ভির্টজ। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগেই তিনি পেয়েছেন প্রেরণার বড় রসদ। জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তরুণ এই মিডফিল্ডার। ১৯৬০ সাল থেকে জার্মানির বর্ষসেরার পুরস্কার দেওয়া হচ্ছে। যা সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।গতবারসহ দুইবারের জার্মান বর্ষসেরা রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস বিজয়ী হিসেবে ভির্টজের নাম ঘোষণা করেন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি নতুন বিজয়ীকে বলেছেন, “তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।”

গত মৌসুমে বায়ার লেভারকুজেন খুব ভালো করতে না পারলেও মৌসুমজুড়ে ভির্টজের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচের পর ম্যাচ আলো ছড়ান তিনি। জাতীয় দলের হয়েও ছিলেন সমান উজ্জ্বল। উয়েফা নেশন্স লিগে জার্মানি সেমিফাইনালে হেরে গেলেও আসরের সেরা পারফরমাদের একজন ছিলেন এই মিডফিল্ডার।

জার্মানির বর্ষসেরার লড়াইয়ে ভির্টজের ধারেকাছে যেতে পারেননি কেউ। ১৯১ ভোট পেয়ে সেরা হয়েছেন তিনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড, মৌসুম শেষে বায়ার্নে ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি টানা থমাস মুলারের ভোট ৭০টি।এবার বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন এসসি ফ্রাইবার্কের জুলিয়ান শুস্টার। প্রধান কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি পেলেন ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার। তার কোচিংয়ে এবার বুন্দেসলিগায় পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রাইবুর্গ। আগের মৌসুমে লিগে তারা ছিল ১০ নম্বরে।

বর্ষসেরা কোচের স্বীকৃতি দেওয়া হচ্ছে ২০০২ সাল থেকে। সর্বোচ্চ তিনবার করে এটি জিতেছেন ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ। ৬০৮ ভোট করে পেয়ে যৌথভাবে মেয়েদের বর্ষসেরা জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *