ePaper

আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল বাংলাদেশ। দশম স্থান থেকে নয়ে উঠে এসেছিল টাইগাররা। এবার না খেলেই ফের দশে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটানোর দিনে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে সালমান আঘা-হাসান আলীদের ৫ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। ২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর মধ্য দিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাকিস্তানেরও অবনমন হয়েছে এক ধাপ, তাদের পাঁচে ঠেলে শ্রীলঙ্কা উঠে গেছে চারে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিল ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজরা। ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৭৮। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরেও যায় তবু একই অবস্থান বহাল থাকবে।

আইসিসির হালনাগাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশ। ছবি আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া।১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান পাঁচে ও ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। আইসিসির দলীয় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র?্যাঙ্কিংয়ের সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ছয় দল ঠিক হবে বাছাইপর্বের ভিত্তিতে। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *