মিলন পাটোয়ারী, জলঢাকা
নীলফামারীর জলঢাকা উপজেলার স্থানীয় খাদ্য গুদাম এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) প্রাঙ্গণ বর্তমানে হাঁটুসমান পানিতে নিমজ্জিত। টানা বৃষ্টিপাত ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে এমন দুরাবস্থা বিরাজ করছে। এতে গুদামে খাদ্যশস্য ওঠানো-নামানো ও সংরক্ষণের কাজে মারাত্মক বিঘ্ন ঘটে। লেবারদের অভিযোগ, সময়মতো পানি নিষ্কাশনের উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ইতোমধ্যে গুদামে খাদ্যশস্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, গুদাম এলাকা সবসময় শুকনো ও নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। কারণ এখানে সংরক্ষিত খাদ্যশস্য শুধু জলঢাকা নয়, আশপাশের অনেক এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ। জলঢাকা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরিদা আক্তার বলেন, অল্প বৃষ্টি হলে চারপাশে পানি ভরপুর হয়ে যায়, ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি টা সুখাইতে অনেক সমায় লাগে আর আমাদের হাটা চলা করতে অনেক ব্যাঘাত ঘটে এবং খাদ্যগুদামে মালামাল নামাতে খুবেই সমস্যা হয়। তাই দ্রুত ড্রেনের ব্যবস্থা হলে বৃষ্টির পানি টা আর থাকবে না। তিনি আর বলেন, যেহেতু এটা পৌরসভার দেখভাল করার দায়িত্ব তাই আমি পৌরসভার ভারপ্রাপ্ত প্রসাশন কর্মকর্তা মহাদায়ে কে অনুরোধ করছি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পানি অপসারণ ও স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হোক।
