ধামরাই প্রতিনিধি, রবিউল করি
গাজীপুরে সাহসী সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধামরাই কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিকেল ৫টার দিকে পৌর শহরস্থ ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই সরকারি কলেজ রোড বাস স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন কর্মসূচি পালনকালে সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় প্রকাশ্য দিবালোকে গাজীপুরের সাহসী সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের একেকজনের বিরুদ্ধে পূর্বে ৫ থেকে ৬ টি করে মামলা রয়েছে। এরপরও তারা গ্রেফতার হয়নি। পুলিশ ও প্রশাসনের সঙ্গে হঠাৎ করে তারা থেকে যায় সম্পূর্ণ ধরাছোঁয়ার বাহিরে। ফলে সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকান্ড নিত্য নৈমিত্তিক বেপার হিসেবে চলে আসছিল। ওইসব সন্ত্রাসীদের আগেই গ্রেফতার করা হলে সাংবাদিক তুহিনকে এভাবে প্রাণ হারাতে হতোনা। পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন না করায় আজ সাংবাদিকরা নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন। সাংবাদিকদের সুরক্ষায় পুলিশ ও প্রশাসন কার্যকর ভূমিকা পালন করছে না। যে কারণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সাংবাদিকদের জীবনের ঝুঁকি হয়ে পড়েছে। সুষ্ঠু ধারার সাংবাদিকতা এভাবে করার কোন সুযোগ নেই। আর সঠিক নিউজ করতে গিয়েই গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রাণ বিসর্জন দিতে হলো। আমরা অবিলম্বে তুহিনের সকল খুনি ও ইন্ধন দাতাদের গ্রেফতারি ফাঁসির দাবি জানাচ্ছি। না হলে এদেশের কলম সৈনিকরা হাত গুটিয়ে বসে থাকবে না। সাংবাদিকদের সুরক্ষা এবং সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়নে অসহযোগ আন্দোলনে নামা হবে। আমরা শুধু মরতে চাইনা পরিবার দেশের জন্য বাঁচতেও চাই। সাংবাদিকরা এদেশের নাগরিক। তাদেরও বাঁচার অধিকার রয়েছে। বক্তব্য রাখেন মাই টিভির ধামরাই প্রতিনিধ মো. আব্দুর রশিদ তুষার, বাংলা টিভির ধামরাই প্রতিনিধি মাসুদুর রহমান বাবুল, দৈনিক আমাদের সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. বাবুল হোসেন প্রমোখ।
