ePaper

দেশে কসমেটিকসের ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশে কসমেটিকস, টয়লেট্রিজ ও পারসোনাল কেয়ার পণ্যের বাজার বর্তমানে ৩৫ হাজার কোটি টাকার বেশি হলেও এর ৯০ শতাংশ কাঁচামাল আমদানিনির্ভর। এতে খাতটি নানা অনিশ্চয়তায় রয়েছে বলে মত দিয়েছেন উদ্যোক্তারা। রাজধানীর কুড়িলে দুই দিনব্যাপী দেশের প্রথম ও সবচেয়ে বড় কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৮ আগস্ট) এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক। আজ শনিবার (৯ আগস্ট) ছিল প্রদর্শনীর শেষ দিন। আয়োজনে অংশ নেয় কোরিয়া, থাইল্যান্ড, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের ব্র্যান্ড ও প্রস্তুতকারকরা। পৃষ্ঠপোষকতায় ছিল কোরিয়ার দূতাবাস, কেওটিআরএ, ডিআইটিপি থাইল্যান্ড, স্কয়ার টয়লেট্রিজ, কিউট ও ইঞ্জিনিয়াস রিসোর্সেস।স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, এই খাতের প্রবৃদ্ধি ডাবল ডিজিটে হলেও কাঁচামাল আমদানিনির্ভরতার কারণে উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মধ্যে থাকে।কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংশিক জানান, কোরিয়া ২০২৪ সালে ১০ বিলিয়ন ডলারের বেশি কসমেটিকস রপ্তানি করেছে এবং বাংলাদেশে কে-বিউটি পণ্যের বাজার সম্ভাবনাময়।তিনি বলেন, এই প্রদর্শনী দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও যৌথ বিনিয়োগে নতুন দিগন্ত খুলে দেবে।আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবালের সিইও এসএম ফয়সাল মুনিম জানান, প্রথম আয়োজনেই দেশি-বিদেশি কোম্পানির বিপুল সাড়া পাওয়া গেছে। আমরা আশা করছি, এ খাতে বড় আকারের বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রদর্শনীতে ছিল শতাধিক স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও নেটওয়ার্কিং সেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *