হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারীতে সাংবাদিক সামিউল আলম সায়মনের পিতার মৃত্যুতে রিপোর্টার্স ক্লাব শোক প্রকাশ করেছেন। নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম সায়মনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হৃদ রোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল অনুমানিক ৮টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাদ আসর নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে এক শোকবার্তা জানান। শোকবার্তায় তিনি, মহান আল্লাহর নিকট মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিব এর প্রার্থনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা হাসান রাব্বী প্রধান, প্রেসক্লাবের সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার, প্রচার সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিরা শোক প্রকাশ করেন।
