ePaper

সিরাজকে কোহলির বোনের আবেগঘন বার্তা, কী লিখেছেন?

স্পোর্টস ডেস্ক

রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ। দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের ‘অলিখিত’ নেতা বনে গিয়েছিলেন সিরাজ। আচমকা কাঁধে এসে পড়া দায়িত্বটাও পালন করেন রাজসিকভাবে। ওভালে শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে সমতায় আনেন। নজরকাড়া পারফরম্যান্সের প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলিরা। এবার সিরাজের প্রশংসায় পঞ্চমুখ কোহলির বোনও। সিরাজের উদ্দেশে দিয়েছেন বিশেষ বার্তা।ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটা টেস্টই খেলেছেন সিরাজ। ১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়েছেন। সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। জাসপ্রীত বুমরাহর অভাবও বুঝতে দেননি তিনি। সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ কোহলির বোন ভাবনা কোহলি ধিংড়া। সিরাজের উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ভাবনা। যা ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।ভাবনা লিখেছেন, ‘খেলাটা (ক্রিকেট) আমাদের কখনই অবাক করে না। কারণ খেলাটায় এমন কিছু বীর রয়েছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেন। আমাদের মনে আশা জাগান। আমরা ইতিবাচক থাকতে পারি। আমাদের বিশ্বাসী করে তোলেন। মোহাম্মদ সিরাজ, আপনি মহান।’’প্রসঙ্গত, ওভালে শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের দরকার ছিল ৪ উইকেট। এমন পরিস্থিতিতে তিনটি উইকেটই ঝুলিতে পুড়েন সিরাজ। চাপে থাকা দলকে জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। ম্যাচের পর দীনেশ কার্তিককে সাক্ষাৎকার দিতে গিয়ে মোহাম্মদ সিরাজ জানিয়েছিলেন ভিন্ন এক গল্প, ম্যাচের দিন (সোমবার) সকালে উঠে ‘বিলিভ’ লেখা একটি ছবি ওয়ালপেপারে ‘সেভ’ করে রেখেছিলেন। তবে শুধু ‘বিলিভ’ শব্দ নয়, সঙ্গে ছিল একজনের ছবিও। সেটা কার? সংবাদ সম্মেলনে সিরাজ নিজেই সেটা প্রকাশ্যে এনেছেন পরে। সংবাদ সম্মেলনে একেবারে শেষ দিকে কথা বলতে বলতে হঠাৎই ডান পকেট থেকে নিজের ফোন বের করে আনেন। দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ছবি। ওপরে ‘বিলিভ’ লেখা। সিরাজ বলেন, “দেখুন, এই ছবিটাই মোবাইলের ওয়ালপেপারে রেখেছিলাম। আসলে বিশ্বাসই ছিল যে আমি পারব। ম্যাচ থাকলে অন্যান্য দিন সকাল ৮টায় উঠি। আজ (গতকাল) ভোর ৬টায় উঠে পড়েছিলাম। বিশ্বাস ছিল যে আমি পারব। তাই ঘুম থেকে উঠেই ফোনে গুগ্?ল খুলেছিলাম। তারপর এই ছবিটা বেছে নিয়ে ওয়ালপেপার করে রাখলাম। নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *