ePaper

ভারতে মেঘভাঙা বৃষ্টি ও অকস্মাৎ বন্যায় এখনো নিখোঁজ ১৬, আটকা চারশ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এখনো ১৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। ওই ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আটকা পরেছেন চারশ পর্যটক। মহারাষ্ট্র থেকে গঙ্গোত্রীর পথে রওনা হওয়া ১৬ জনের সঙ্গে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরে এখনো কোনো যোগাযোগ করা যায়নি। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির পর অকস্মাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। প্রবল স্রোতে পাথর-মাটি ভেসে আসে। অনেক হোটেল-রিসর্ট এবং বাসভবন স্রোতে ভেসে যেতে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে। ওই এলাকাটি গঙ্গোত্রী যাওয়ার পথে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান জানান, প্রায় চারশ পর্যটক এখনও ওই এলাকায় আটকে আছেন। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে আনার কাজ চলছে। উদ্ধারকারী দলের সদস্যরা বুধবার রাত পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সেখানে হেলিকপ্টার দিয়ে ৪৪ জনকে উদ্ধার নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী – এনডিআরএফ, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ওই অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *