ePaper

মানুষটাকে কাছ থেকে দেখেছি, ও কতটা জেলাস জানি: রাজের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক

প্রায় ১০ বছর পর একমঞ্চে হাজির হয়েছেন টলিউডের তারকা জুটি দেব ও শুভশ্রী। একটা সময় চুটিয়ে প্রেম করেছিলেন দু’জন। তবে হঠাৎই ভেঙে যায় তাদের সেই সম্পর্ক। আলাদা হয়ে যায় পথচলা। শুভশ্রী নির্মাতা রাজ চক্রবর্তীকে বিয়ে করে সংসার শুরু করেন। যিনি কিনা এর আগে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সংসার পেতেছিলেন অভিনেত্রী শতাব্দী মিত্রের সঙ্গে।

২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে করে এখন তারা দুই সন্তানের মা-বাবা।তবে হঠাৎ করেই দেব ও শুভশ্রীকে একমঞ্চে দেখে প্রাক্তন স্বামীকে খোঁচা দিতে ভুল করলেন না শতাব্দী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে অতীত স্মৃতি মনে করিয়ে রাজের উদ্দেশে তিনি লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো হিস্টোরি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’তিনি আরও লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁ দিকের চিনচিনে ব্যথা, আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’হঠাৎ কেন এমন পোস্ট, ভারতীয় গণমাধ্যমের সেই উত্তরে শতাব্দী বললেন, আসলে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে। সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা।দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে : রাজ

এরপর রাজের প্রাক্তন স্ত্রী বলেন, আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়। আমিও তো এই সবেরই অংশ ছিলাম। এদের প্রত্যেককে সামনে থেকে দেখেছি। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না?

এসময় রাজকে ঈর্ষান্বিত উল্লেখ করে শতাব্দী বলেন, আসলে কী বলুন তো যে মানুষটাকে নিয়ে এই পোস্ট তাকে তো বহু বছর চিনি সে কী অনুভব করতে পারে, তার মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ সেটা তো আমার কিছুটা হলেও চেনা সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি।

এদিকে দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেছেন, পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। একটা জুটি আবার ফিরছে, সেটাও বড় ব্যাপার। পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না। ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে। সেটা যেন সফল হয়। এটাই স্বাভাবিক।

এই নির্মাতা বলেন, দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আমার স্ত্রী। প্রত্যেক মানুষের ‘অতীত’ আছে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? (নিজেকে সামলে নিয়ে) মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনও অপরাধ নয়। তার মধ্যে অনেক স্মৃতি আছে, অনেক ইতিবাচক দিক রয়েছে। সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর, এত সফল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *