ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে একজন ওমান প্রবাসী লক্ষ্মীপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। এসময় কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, সকাল ৫টা ৪০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জপূর্ব বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যাওয়ার খবর পেয়ে সকাল ৬টা ৫ মিনিটে চৌমুহনী ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় নিহতরা হলেন-মোছা. পয়জুন্নেসা(৮০)। খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম(৩০), লাবনী বেগম(৩০), রেশমি বয়স(১০) মিম(২), লামিয়া(৯)। আহত ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় দূর্ঘটনা কবলিত গাড়িটি(ঢাকা মেট্রো-চ ২০-২১৬৪) উদ্ধার করা হলেও ড্রাইভার পালিয়ে যায়।
