ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর
গাজীপুর মহানগরের কাশিমপুর জিরানি আঞ্চলিক সড়ক খানাখন্দে অবস্থিত সড়কটিতে প্রতিনিয়তই ঘটে দূর্ঘটনা। কাশিমপুরের ৩নং ওয়ার্ড গোবিন্দবাড়ী এলাকায় অবস্থিত সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর প্রধান গেইটের সামনের সড়কটি এখন যেন মরণফাঁদ। আগুন নেভাতে দেরি হওয়ার আশঙ্কা ফায়ার সার্ভিসের। ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান গেইট এর সামনের সড়ক বেহাল অবস্থা থাকার কারণে দূর্ভোগ পোহাতে হচ্ছে অগ্নিনির্বাপন বাহিনীকেও। কাশিমপুর থেকে জিরানী বাজার পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ এই সড়কটির করুণ দশায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। এছাড়া এই গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে শতাধিক গার্মেন্টস, ফ্যাক্টরি থাকায় শ্রমিক সহ সাধারণ মানুষ ব্যবহার করে এই সড়কটি। সড়কের ভাঙাচোরা, খানাখন্দ এবং চলাচলের অনুপযোগী অবস্থা এতটাই বেহাল যে, প্রায়শই উল্টে যাচ্ছে মালবাহী ট্রাক, অটোরিকশা ও ইজিবাইক। এতে যাত্রী ও চালক উভয়ই আহত হচ্ছেন এবং যানবাহনের ক্ষতি হচ্ছে বলেও জানিয়েছেন তারা। এ বিলম্বের বিষয়ে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের স্টেশনের প্রধান গেইটের সামনের সড়কের অবস্থা এতটাই খানাখন্দ ও ভাঙাচোরা যে, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত গাড়ি নিয়ে বের হতে পারি না। অনেক সময় জরুরি মুহূর্তে দ্রুত যাওয়ার সময় আমাদের গাড়িগুলোও উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। তবুও আমরা যথাসাধ্য চেষ্টা করি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে। তবে এতে আমাদের জানমালের পাশাপাশি সরকারি সম্পদেরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই সড়কটির কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ নেয়া হয়নি। অথচ প্রতিদিন এই পথ দিয়ে গার্মেন্টস শ্রমিক সহ সাধারণ মানুষ চলাচল করে। এছাড়া এটিই কাশিমপুরের সারাবো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একমাত্র অ্যাকসেস রোড। সড়কটির এমন বিপজ্জনক অবস্থায় দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের পাশাপাশি অগ্নিনির্বাপণ বাহিনীকেও। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত সড়কটির সংস্কার, পিচ ঢালাই এবং স্থায়ী সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
