মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া আড়পাড়া ও ডুমাইন তহশীল অফিসের সাথে প্রায় ৪০টি পরিবার বাড়ী থেকে বের হওয়ার কোন রাস্তা না থাকার কারনে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের বাড়ীর সামনে ব্যক্তি মালিকানাধীন জমি থাকার কারনে পরিবারগুলো রাস্তা তৈরী করতে পারছে না এমন কি ঐ মহল্লার পরিবারের কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কোন পথ নেই। বাড়ীর সামনে বৃস্টির পানির জলাবদ্ধতা থাকায় রাস্তার অভাবে বাড়িতে কোন আত্মীয়-স্বজনও আসতে পারছে না। সংবাদ শুনে সরেজমিনে গতকাল সোমবার গিয়ে দেখা ও জানা যায়, উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রায় ৪০ঘর বসতিদের বৃস্টির দিনে বাড়ী থেকে বের হওয়ার রাস্তা নাই। বাড়ী থেকে বের হয়ে ব্যক্তিমালিকানা জমির উপর দিয়ে পানি ভেঙ্গে ব্যক্তিমালিকানা ধীন রাস্তার উপর দিয়ে আসতে হয়। যা সরকারী ভাবে ঐ সকল বসতির জন্য একটি ১০ফুটের রাস্তা অতি জরুরী। যাতে হাসপাতালে রোগী নেওয়ার সময় এবং কেহ মারা গেলে লাশ বের করতে যাতে কোন সমস্যা না হয় এবং সবাই যাতে স্বাধীনভাবে পথদিয়ে চলাচল করতে পারে। এ বিষয়ে ঐ মহল্লার বসতি মন্টু শেখকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের এই এলাকায় প্রায় ৪০টি পরিবার আছে তবে এদের বাড়ী থেকে বের হওয়ার সরকারী কোন রাস্তা নাই ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে যাতায়াত করতে হয়। শুকনার দিনে কোন সমস্যা হয় না মালিকানা ধীন জমির উপর দিয়ে যাতায়াত করা যায় কিন্তু বৃস্টির দিনে পানি জমে রাস্তা পানিতে বন্ধ হয়ে যায়। পানি আর পানি। পানির মধ্যে চলতে হয়। পানির মধ্যে চলাচল করা দূর্বিসহ হয়ে পড়ে তাই সরকারীভাবে একটি রাস্তা অতি জরুরী। ঐ এলাকার বসতি রমজান আলী শেখ বলেন আমি সহ আমাদের আশেপাশে প্রায় ৪০চল্লিশ পরিবার বাড়ীর সামনে নিচু জমি ও ব্যক্তি মালিকানা বৃস্টির পানি জমাট হয়ে জলাবদ্ধতা হয়ে যাওয়ার কারনে বাড়ীর সামনে রাস্তার অভাবে পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছেন। পরিবারের কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কোন পথ নেই। এ ব্যপারে আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ মন্ডলকে পরিবারগুলোর বাড়ী থেকে বের হওয়ার রাস্তার সমস্যার কথা জানালে তিনি বলেন আমি যে সরকারকে অবগত করে তাদের সমস্যার কথা চিন্তা করে রাস্তা মেরামত করবো আর যারা সদরে বাড়ী করেছে তারা কেহ রাস্তা তৈরী করার মত বাড়ীর সামনে জায়গা-জমি রাখে নাই। এরা সবাই ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে চলাচল করে। এখন বৃস্টির দিন সমস্যা হবে তবে সবাই মিলে মিলে রাস্তা করার মত জমি ছাড় দিলে সরকারকে অবগত করে রাস্তা করে দিবো। আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বাবুকে জানালে তিনি বলেন এই মহল্লায় যারা ঘরবাড়ী তুলেছে তারা কেহ রাস্তা করার মত বাড়ীর সামনে জায়গা রাখেন নাই। তবে তাদের বাড়ীর সামনে ব্যক্তিমালিকাধীন জমি, সরকারী জমি নাই। যেহেতু পাশাপাশি আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের মৌজা সেই হিসেবে সবাইকে নিয়ে বসাবসি করে মধ্যস্থতার মাধ্যমে বসতির গুলোর ভালোভাবে যাতায়াতের জন্য মধুখালী উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে একটি রাস্তা তৈরী করা যায় কি না চেষ্ঠা অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে রাস্তার জন্য সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সকল বসতির পক্ষ থেকে একটি আবেদন জমা দিবেন বলে জানান।
