ePaper

ফ্লাইটের ভেতরে তেলাপোকা, এয়ার ইন্ডিয়া বলল— ‘মাঝে মাঝে ঢুকে যায়’

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তেলাপোকার উপস্থিতি যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে। বিমানটিতে থাকা দুই যাত্রী তেলাপোকা দেখার কথা জানান। পরে কর্তৃপক্ষ দায় স্বীকার করে তদন্তের ঘোষণা দিয়েছে। সংস্থাটি বলছে, মাঝে মাঝে পোকামাকড় ঢুকে যায়। সোমবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ফ্লাইটে তেলাপোকা থাকার বিষয়টি স্বীকার করে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “মাটিতে অবস্থানকালে মাঝে মাঝে বিমানে পোকামাকড় ঢুকে যায়”। সংস্থাটি আরও জানায়, যাত্রীদের ভোগান্তি এড়াতে তাদের একই শ্রেণির অন্য সিটে সরিয়ে নেওয়া হয়েছিল, যাতে তারা আরামদায়কভাবে যাত্রা সম্পন্ন করতে পারেন।এনডিটিভি বলছে, এয়ার ইন্ডিয়ার এআই১৮০ ফ্লাইটে এই ঘটনাটি ঘটে। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল বিমানটি। এয়ার ইন্ডিয়ার ভাষ্য অনুযায়ী, প্রথম ধাপে অর্থাৎ কলকাতা পর্যন্ত যাত্রায় দুই যাত্রী “দুঃখজনকভাবে” কিছু ছোট তেলাপোকার উপস্থিতির কারণে বিরক্ত হন।কলকাতায় নির্ধারিত জ্বালানি সরবরাহের বিরতিতে বিমানটির গভীর পরিষ্কার কার্যক্রম চালানো হয় বলে জানায় সংস্থাটি। এরপর বিমানটি নির্ধারিত সময়েই মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেয়।ঘটনার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে বলেছে, “আমরা যাত্রীদের যে কোনো ধরনের অসুবিধার জন্য দুঃখিত”। তবে একইসঙ্গে তারা বিষয়টিকে হালকাভাবে উল্লেখ করে বলেছে, “নিয়মিত জীবাণুনাশক ছিটানো সত্ত্বেও, মাঝে মাঝে বিমান মাটিতে অবস্থানকালে তাতে পোকামাকড় প্রবেশ করতে পারে।”ঘটনার পর সংস্থাটি তদন্তের নির্দেশ দিয়েছে যাতে তেলাপোকার উৎস ও প্রবেশের কারণ নির্ধারণ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।উল্লেখ্য, এই ঘটনার কয়েকদিন আগেই ভুবনেশ্বর থেকে দিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট উড্ডয়নের আগে কেবিনে “অতিরিক্ত তাপমাত্রার” কারণে বাতিল করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *