ePaper

শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীতে বর্ণাঢ্য রিক্সা র‌্যালি

ইদি আমিন এ্যাপোলো

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল বিকেল ৩ ঘটিকায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ‘রিক্সা র‌্যালি’ বের করা হয়। র‌্যালিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি অংকন করে রিক্সাগুলোকে বিশেষ বর্ণিল সাজে সজ্জিত করে প্রায় ৩০০টি রিক্সা একযোগে একাডেমি থেকে কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল, মধুবাগ, মগবাজার হয়ে আবারো শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশ নেওয়া রিক্সার মাইক থেকে বাজতে থাকে দেশাত্মবোধক ও জুলাইয়ে গান। বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ সোহেল এঁর মাতা রহিমা বেগম। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, প্রশাসন বিভাগের উপপরিচালক জি. এম. জাকির হোসেন, অর্থ হিসাব ও পরিকল্পনা উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, প্রশাসন বিভাগের সহকারী পরিচালক (সাধারণ সেবা) মো. মাহাতাব হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের লাইট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা প্রমুখ। এরপূর্বে রাজধানীর বিভিন্ন স্থান থেকে রিক্সাগুলো র‌্যালি করে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয়। এরমধ্যে মতিঝিল (জনতা ব্যাংকের হেড অফিস) ৫০ টি রিক্সা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে,  জিপিও থেকে ৫০টি রিক্সা প্রেসক্লাব হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কমলাপুর (মতিঝিল আইডিয়াল স্কুল) থেকে ৫০ টি রিক্সা কাকরাইল-মৎস ভবন হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, রামপুরা (মধুবাগ ব্রীজ) থেকে ৫০টি রিক্সা) হাতিরঝিল-মগবাজার হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, কারওয়ান বাজার থেকে ৫০টি রিক্সা বাংলামোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং খিলগাঁও (জোড়পুকুর) থেকে রাজারবাগ-শান্তিনগর-কাকরাইল হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রবেশ করে। ৬টি স্থান থেকে সর্বমোট ৩০০টি রিক্সা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মিলিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে টি শার্ট, ক্যাপ, পতাকা ব্যান্ড, গামছা, বাংলা ঢোল, প্লেকার্ড, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতিসহ পেইন্টিং এর মাধ্যমে বর্ণিল সাজে সজ্জিত হয়ে রিক্সা ও রিক্সা শ্রমিকগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *