ePaper

শ্যামল-মাহার ঘরে নতুন তারার আগমন

বিনোদন ডেস্ক

সুখবর দিলেন অভিনেতা শ্যামল মাওলা। প্রথমবারের মতো বাবা হলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এই প্রতিভাবান অভিনেতা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শ্যামল নিজেই। ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল। দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যোজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই তো সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন। সেই ছবির ক্যাপশনে লেখেন, ’এ নিউ স্টার কামস টু প্ল্যানেট।’ জানিয়ে দিয়েছেন সেই ছোট্ট তারারর নামটিও- সানাভ মাওলা।২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা। এবার সেই সংসারে এলো নতুন আলোর ঝলক। উল্লেখ্য, ‘ক্যাশ’, ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ এবং ‘মহানগর’ সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শ্যামল মাওলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *