ePaper

ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ আটক -১

মো.জিয়াউল হক, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০বোতল মদ সহ খোরশেদ আলম (৩৫)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজ এর ছেলে। পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০বোতল মদ সহ খোরশেদ আলমকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০হাজার টাকা। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *