ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ ৪০ দিন তাকবীর উলার সাথে জামাতে নামাজ আদায়কারী শিশু কিশোররা পেলো বাই সাইকেল উপহার। শুক্রবার সন্ধায় উপজেলার কুতুবপুর জামাল উদ্দিন ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাওমী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। মসজিদ কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এতে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স নোয়াখালী অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ইয়াকুব নবী ইমন, ডাক্তার আক্তারুজ্জামান বাদল, সমাজসেবী গোলাম শাহরিয়ার রিংকুসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিজয়ী ৭ জনকে বাই সাইকেলের পাশাপাশি সব প্রতিযোগিকে সান্ত্বনা পুরস্কার নগদ অর্থ, সম্মননা ও রাহনুমা পাঠাগারের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়।
