ePaper

বাংলা সিনেমায় শারমান জোশী, সহশিল্পীদের প্রশংসায় ভাসালেন অভিনেতা

বিনোদন ডেস্ক

আইকনিক সিনেমা থ্রি ইডিয়টস-এর অন্যতম ‘ইডিয়ট’ সেই ‘রাজু রাস্তোগি’ তথা অভিনেতা শারমান জোশী এবার পা রাখতে চলেছেন টালিউডে। ‘ভালোবাসার মরশুম’ দিয়ে প্রথমবারের মতো বাংলা সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেতা। যেখানে তার সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ও বাংলাদেশের জনপ্রিয় মুখ তানজিন তিশা। ছবির পরিচালনায় আছেন এম এন রাজ। প্রযোজনায় মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে এই ছবির মোশন পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারমান ও সুস্মিতা। তবে ভিসাজনিত সমস্যার কারণে উদ্বোধনী আয়োজনে থাকতে পারেননি তানজিন তিশা। শারমান নিজে এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত। বলেন, ‘হিন্দি ছাড়াও মারাঠি ও দক্ষিণী ছবিতে কাজ করছি। বাংলা সিনেমায় যুক্ত হতে পেরে দারুণ লাগছে।’‘থ্রি ইডিওটস’ অভিনেতার নায়িকা তানজিন তিশা, থাকবেন খায়রুল বাশারও!টলিগঞ্জ মাতাতে আসছেন বলিউডের শরমন যোশী সহশিল্পী সুস্মিতার প্রসঙ্গে শারমান জোশী বলেন, ‘ওর কিছু কাজ দেখেছি। বেশ সম্ভাবনাময় অভিনেত্রী। ওর সঙ্গে কাজ করতে পারা আমার জন্যও ভালো লাগার। বাকিরাও সবাই অভিজ্ঞ। একটা ভালো কাজ হতে যাচ্ছে নিশ্চয়ই।’এই ছবির জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন শারমান। প্রথমবারের মতো তাকে বাংলা বলতে শোনা যাবে পর্দায়। তাই বাংলা শেখার চেষ্টা চলছে পুরোদমে। হাসতে হাসতেই জানালেন, ‘এই মুহূর্তে সুস্মিতার কাছ থেকেই বাংলা শিখছি!’ ‘ভালোবাসার মরশুম’-এ শারমান জোশী অভিনয় করছেন প্রফেসর আবির চরিত্রে। গল্পে দেখা যাবে, কলেজ ছাত্রী হিয়া (তানজিন তিশা) প্রেমে পড়ে আবিরের। কিন্তু আবির তখনও মন থেকে ভুলতে পারেননি তার প্রাক্তন প্রেমিকা পারমিতাকে (সুস্মিতা)। এ নিয়েই চলে সিনেমার গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *