ePaper

মাদারীপুরে রাস্তার পাশে মিলল ইরান বেপারীর নিথর দেহ

আরিফুর রহমান, মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের জিকারহাটি বড় খান বাড়ি সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ইরান বেপারী (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ইরান বেপারী সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা। তিনি এলাজ উদ্দিন বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে একজন মানুষের নিথর দেহ পড়ে আছে দেখে। পরে আরও কয়েকজনকে ডেকে আনেন স্থানীয় এক ব্যক্তি। পরে সবাই এসে দেখে নিশ্চিত হই যে, তিনি আর বেঁচে নেই। পরে পুলিশেকে খবর দেয়। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।” তিনি আরও বলেন, “মরদেহের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, ইরান বেপারীর হৃদরোগে ভুগছিলেন। তবে প্রকৃত কারণ জানতে পুলিশ আরও তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *