হামিদুল্লাহ সরকার,নীলফামারী
নীলফামারীতে পৌর সুপার মার্কেট উত্তর অংশের দ্বিতল ভবন নির্মাণের উদ্বোধন করেন-পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পৌরভার সহযোগিতায় পৌর সুপার মার্কেটের উত্তর অংশের দ্বিতল ভবনের ৭০টি দোকান ঘর নির্মাণের উদ্বোধন হয়। মেসার্স রব্বানী এন্টারপ্রাইজ এর ঠিকাদারি প্রতিষ্টান প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। উদ্বোধনে পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, নীলফামারী জেলায় মানসম্মত শপিংমল নেই, এই দিকটি বিবেচনা করে একটি মানসম্মত শপিংমল নিমার্ণের নীলফামারী পৌরসভা থেকে উদ্েযাগ গ্রহণ করা হয়েছে। এই মার্কেটে আধুনিক লিফট থাকবে ও চলন্ত সিড়ির ব্যবস্থা থাকবে। বর্তমানে দ্বিতলা পযর্ন্ত কমপ্লিট করা হবে এবং পর্যায়ক্রমে ৬তলা বিশিষ্ট শপিং নিমার্ণ করা হবে। এসময় নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার তারিক রেজা, মেসার্স রব্বানী এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্টানের স্বত্তাধিকার মো. গোলাম রব্বানী, পৌর নির্বাহী অফিসার মশিউর রহমান, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক, সাধারণ সম্পাদক এন.এম হামিদী বাবু, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী জুয়েল রানাসহ গনমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
