অথর্নীতি ডেস্ক
কৌশলগত কারণে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের বাজার বৈচিত্র্যকরণের ওপর জোর দিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, এক্ষেত্রে জাপান বাংলাদেশের জন্য একটি অমিত সম্ভাবনার বাজার। বুধবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি প্রতিনিধি কাজুইকি কাটাওকা। এ সময় এ কথা বলেন বিজিএমইএ সভাপতি। সভায় জেট্রো ঢাকা কার্যালয়ের সিনিয়র ডিরেক্টর শেখ মোহাম্মদ শরিফুল আলমও উপস্থিত ছিলেন। এছাড়া বিজিএমইএ সভাপতির সঙ্গে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং পরিচালক মোহাম্মদ সোহেল। বৈঠকে বাংলাদেশের পোশাক
