ePaper

মধুখালীতে পাট কাটা-জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো কাজে ব্যস্ত কৃষকরা

মো. সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলায় পাট কাটা ও জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী জমিতে পাট চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিপাতে নদীনালা-খালবিল-ডোবায় পানি জমলেও উপজেলার বিভিন্ন স্থানে পর্যাপ্ত পানি আছে, পানি অভাব এবার তেমন নাই। যেখানে পাট পঁচানোর উপযোগী পানি রয়েছে সেখানে জাগ দেওয়া ও আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন পাটচাষিরা। আড়পাড়া ইউনিয়নের পূর্ব আড়পাড়া গ্রামের কৃষক মো. আকবর শেখ বলেন, ‘আমার জমিতে এবার পাটের ফলন ভালো হয়েছে। এখন কেটে জাগ দিয়ে শুখাতে হবে। বাজার ভালো হলে লাভবান হতে পারব।’ এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুব ইলাহী বলেন, ‘চলতি বছর ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৮ হাজার ৫৫০ হেক্টর। উপজেলার ২৫ শতাংশ পাট কাঁটা হয়ে গিয়েছে। এখন কৃষকরা পাট কাটা, জাগ দেওয়ায় ও আশঁ ছাড়ানো তে ব্যস্ত আছে। আশা করা যাচ্ছে- এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *