২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। এই সময়ে আন্দোলনে প্রতিদিনই যুক্ত হয়েছিল নতুন নতুন কর্মসূচি, যা আন্দোলনে ভিন্ন মাত্রা যুক্ত করে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠে ‘লাল জুলাই’ শীর্ষক বিশেষ কর্মসূচী আয়োজন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ শাহরিয়ার খান আনাস-এর বাবা সাহরিয়া খান পলাশ এবং মাতা সানজিদা খান দিপ্তী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় লাল জুলাই শীর্ষক কর্মসূচী
