মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বোয়ালিয়া সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে যায়, সৃষ্টি হয় কাদা ও খানাখন্দ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সব শ্রেণিপেশার মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। একটুখানি বৃষ্টি হলেই পানি জমে, স্কুল-কলেজে যাওয়া কিংবা বাজারে যাওয়া কঠিন হয়ে পড়ে। রোগী পরিবহন করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। নির্বাচনের সময় অনেক প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা জমিলা বেগম বলেন, ‘একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বলেন, ‘যদি দ্রুত সড়কটি মেরামত না করা হয়, তাহলে আমরা পৌরসভা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।’ আব্দুল আহাদের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনা। মানববন্ধনে আরও অংশ নেন সাইফুল ইসলাম শিমুল, মো, প্রবাল মো. রনি, জাকির হোসেন জিল্লু, সাগর, রাহুল, শামীমসহ শতাধিক এলাকাবাসী। মানববন্ধনে বক্তৃতাকালে এডভোকেট মুরাদ হোসেন বলেন, ‘রাস্তাটি দ্রুত সংস্কার না হলে আমরা মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করব। এরপরেও কর্তৃপক্ষ সাড়া না দিলে পৌরসভা ঘেরাও করে প্রশাসককে অফিসে ঢুকতে দেব না।’ এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সানজিদা জেসমীন বলেন, ‘বোয়ালিয়া সড়কের বিষয়ে আমাদের আগে কেউ কিছু জানায়নি। গত শুক্রবার একটি রাস্তার বিষয়ে জানার পর আমরা প্রকল্প অনুমোদনের জন্য পাঠিয়েছি। বোয়ালিয়া সড়কের বিষয়ে লিখিতভাবে জানালে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
