ePaper

এশিয়া কাপের আগে ভালো উইকেটে খেলার কথা বললেন আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে দিন দুয়েক আগেই। তবে এশিয়া কাপের আগে আনুষ্ঠানিক কোনো সিরিজের সূচি নেই বাংলাদেশের। তবে বিসিবির পরিকল্পনা রয়েছে সিরিজ আয়োজনের জন্য। সামনে রয়েছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টও।

বিসিবি পরিচালক আকরাম খান অবশ্য ভালো উইকেটে খেলার পরামর্শ দিলেন, ‘আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। ভালো উইকেট করলে আমাদের ব্যাটসম্যানরা আরও স্বাচ্ছন্দে খেলবে ও উন্নতি করবে। সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’আকরাম খান মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ, ‘টি-টোয়েন্টি খেলায় শক্তি অতটা গুরুত্বপূর্ণ না, কীভাবে আপনি খেলছেন সেটা গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো যে এশিয়া কাপে যাওয়ার আগে আমরা দুইটা দলের সাথে খেলার সুযোগ পেতে পারি। তবে এশিয়া কাপে যেই ধরনের উইকেটে খেলা হবে, সেই ধরনের উইকেটেই এখন খেলা উচিত।’

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে যে ধরনের কঠিন উইকেটে খেলা হয়েছে, সেটাকে প্রস্তুতির জন্য ভালো না দাবি করছেন আকরাম, ‘পাকিস্তানের সাথে আমরা যে উইকেটে খেলেছি, ওই উইকেটে যদি খেলি তাহলে আমরা কোনো উপকার পাবো না।’পরে এশিয়া কাপের প্রতিপক্ষ দল নিয়ে আকরাম বলেন, ‘হংকংও কিন্তু খারাপ না এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান তো আমাদের সমান। তাই খুব ভালো খেলেই পরবর্তী রাউন্ডে যেতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *