মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা
নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্র করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর অর্থায়নে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক আয়োজনে গতকাল রোববার দুপুরে আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম হলরুমে এ পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত আশরাফ উজ-জামান সরকার। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, টেংগোনমারী স্কুল এন্ড কলেজের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। প্রতিষ্ঠান প্রধানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান, শিক্ষক আমিনুর রহমান, আব্দুল মান্নান, শিক্ষার্থী বুলবুল ইসলাম প্রমুখ। উক্ত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে দীপঙ্কর রায় অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীদের সব সময় উৎসাহিত করবেন। অভিভাবক কর্তৃক শিক্ষার্থীরা উৎসাহিত হলে তাদের আগামীর শিক্ষা অর্জনের পথ সুমগ হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্য দীপঙ্কর রায় বলেন, আপনাদের শিক্ষার মান উন্নয়নে সরকার আপনাদের শিক্ষা উপকরণ হিসাবে যে বৃত্তি প্রদান করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সব সময় বিচক্ষণ দৃষ্টি থাকবে। জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বরাদ্দ আসলে তা জলঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আমরা সুসম বন্ঠনের মাধ্যমে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করে থাকি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের সফলতার সহিত উত্তির্ন ৩৮জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সার্টিফিকেট ও শিক্ষা উপকরণ পুরুস্কার বিতরন করা হয়। উক্ত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাফরুহা আখতার। সভার সভাপতি সেষে বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে, তারই অংশ হিসেবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পরিশেষে সভার কার্যক্রম সভাপতি সমাপ্ত ঘোষণা করেন।
