ePaper

নগরীর বন্দর ইপিজেড এলাকার যানজট নিরসনে মানববন্ধন যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রসাশনের প্রতি আহ্বান

সওকত আলী খান বাদল, চট্টগ্রাম

অসহনীয় যানজট বন্দর ইপিজেড পতেঙ্গা এলাকার প্রায় ১০ লক্ষ মানুষের প্রতিদিনের দূর্বিসহ জীবন যাপন। চট্টগ্রাম তথা বাংলাদেশের অত্যন্ত জনবসতিপূর্ণ অঞ্চল হচ্ছে বন্দর ইপিজেড পতেঙ্গা এলাকা। এ অঞ্চলের যানজট নিরসনকল্পে “বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজ” এর উদ্যোগে গতকাল নগরীর সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত এক বিশাল শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যাংকার নিজাম উদ্দীন মো. মামুনের সঞ্চালনায় মাওলানা সেলিম রেজার পবিত্র কুরআন তেলাওয়াত এবং বিশিষ্ট সংগঠক হাজী মো. ফয়সল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। ৩৮, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, মসজিদের ঈমাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে হাজার হাজার এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইতিমধ্যে যানজটের মধ্যে পড়ে অত্র এলাকার একজন অসুস্থ ব্যবসায়ী চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। প্রতিদিন বহু রোগী চিকিৎসার জন্য আসা যাওয়ার সময় ঘন্টার পর ঘন্টা গাড়ীর মধ্যেই ছটপট করতে হচ্ছে। অত্র এলাকার হাজার হাজার স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী প্রতিনিয়ত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে অমানবিক দূর্ভোগে পড়তে হচ্ছে। বক্তরা আরো বলেন, বন্দর নগরী চট্টগ্রাম এর গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন বন্দর ইপিজেড পতেঙ্গা এলাকার নিত্যদিনের অসহনীয় যানজটের কারনে চট্টগ্রাম বন্দর, শিল্প এলাকা সিইপিজেড, পতেঙ্গা এলাকার আন্তর্জতিক বিমান বন্দর ও তেল সেক্টর চরম ক্ষতিগ্রস্থ’ হচ্ছে। ফলে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সম্মূখীন হচ্ছে বাংলাদেশ। তাই উক্ত মানববন্ধন থেকে যানজট নিরসনকল্পে এলাকাবাসী সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড পর্যন্ত রাস্তার দুই পাশে কোন গাড়ী পার্কিং না করা, অবৈধ হকার্স ও দোকন পাট উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের জন্য ফুটপাত পরিস্কার রাখা, বন্দরের গাড়ী গুলো বন্দরে ঢুকার সময় শৃঙ্খলা রক্ষা করা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, সল্টগোলা ২নং এনসিটি গেইটটি কমপক্ষে ১০০ গজ বন্দরের অভ্যন্তরে সরিয়ে নিয়ে গেইটি বড় করা, বন্দরের গাড়ীগুলো এক গেইট দিয়ে প্রবেশ করে অন্য গেইট দিয়ে বের হওয়ার ব্যবস্থা করা, কন্টেইনারবাহী টেইলার ও ট্রাকÑকভার্টভেনের জন্য ডিপো ব্যবস্থা বৃদ্দি করা সহ বেশকিছু দাবী উপস্থাপন করেন এবং দ্রুত দূর্বিসহ যানজট থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য সংশ্লীষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. নুরুল আলম, ডা. মো. ইমতিয়াজ, বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি রোকন উদ্দীন মো. খলিল, হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিম উদ্দীন, আহমদ মিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, হালিশহর মেহের আফজল উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলম, হালিশহর তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব বদিউল আলম বিজভী, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ হোসেন, সমাজ সেবক জহির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান, সিটিজেন ফোরাম ইপিজেড থানার সেক্রেটারী মুজিবুল হক বকুল, সিটিজেন ফোরাম ৩৮ ওয়ার্ডের সভাপতি মো. আজম উদ্দীন, সমাজ সেবক মো. তাজ উদ্দীন তাজু, সমাজ সেবক মো. সেলিম, সাংবাদিক ফয়সাল হাসান জনি, সমাজ সেবক আব্দুল্লাহ ওমর বাহাদুর, সমাজ সেবক নাহিদুল ইসলাম, নারী নেত্রী শাহেদা খানম, সংগঠক মো. নুরুদ্দিন, হাজী মো. হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *