সাহেদ চৌধুরী, ফেনী
ফেনীতে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে করনীয় নির্ধারনে নাগরিক ভাবনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে ফেনী পৌরসভার কনফারেন্স কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফেনীর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সুজন ফেনী জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন এর সভাপতিত্বে পিএফজি ফেনীর কোওর্ডিনেটর প্রভাষক মোর্শেদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ফেনী জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সাধারণ সম্পাদক একরামুল হক, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সংগঠক শাহা ওয়ালী উল্লাহ মানিক, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মিতা, বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সহ সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেডিসি সাধারণ সম্পাদক এড.সামছুদ্দিন সাচ্ছু সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। বক্তরা বলেন, ভিন্ন মতকে মূল্য দিতে হবে। সংবিধান স্বীকৃত নাগরিক অধিকারকে শ্রদ্ধা করতে হবে। গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অন্যের মতকে শ্রদ্ধা করলে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। তাঁরা আরো বলেন, মিছিল শ্লোগানে মার্জিত শ্লোগান ব্যবহার করতে হবে। অন্যকে আক্রমণ করে বক্তব্য দেওয়া যাবেনা।
