ePaper

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

জুয়েল মিয়া (নাদিম) ময়মনসিংহ

গতকাল শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় জেলা সমাজসেবা কার্যালয় এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ময়মনসিংহ টাউন হলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, ময়মনসিংহ সদর উপজেলার কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক রাজু আহমেদ। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের ইমাম। সমাবেশে ভার্সুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন সরকারের সমাজকল্যান মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমীন মুর্শেদ। ভার্সুয়ালী সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *