ePaper

ফরিদপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

ব্যুরো চিফ, ফরিদপুর

ফরিদপুরে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড কর্তৃক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হাজার বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রতি জনের মাঝে নগদ ২৫ শত টাকা করে প্রদান করা হয় এবং ১২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। শুক্রবার সকাল ১১ টা অনুষ্ঠিতটি শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : প্রধান অতিথি: অধ্যাপক মো. আলতাফ হোসেন(শিক্ষাবিদ ও সাহিত্যের ফেরিওয়ালা)

বিশেষ অতিথিবৃন্দ: মো. বজলুর রশিদ খান(জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর এবং জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক(ইনচার্জ), সিভিল সার্জন অফিস, ফরিদপুর) মো. সিদ্দিকুর রহমান(প্রধান শিক্ষক, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর) পান্না বালা(নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো); মো. হাসানুর রহমান রিয়াদ(সিনিয়র শিক্ষক, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা, ফরিদপুর) মো. মনির হোসেন (ব্যবস্থাপনা পরিচালক, ড্রেসকোড এক্সেসোরিজ লি:) ফজলে রব্বী মুবিন(ব্যবস্থাপনা পরিচালক, মুবিন ফিশারিজ) মো. আসলাম (ব্যবস্থাপনা পরিচালক, ফরিদপুর সেন্টাল হাসপাতাল) আনিসুজ্জামান মোল্লা(ব্যবস্থাপনা পরিচালক, ফরিদপুর বিল্ডার’স লিমিটেড) তারিকুল ইসলাম হিমেল (জেলা প্রতিনিধি, যমুনা টেলিভিশন) লিয়াকত হোসেন(ব্যুরো চিফ, দৈনিক নবচেতনা) সাদ্দাম হোসেন সোহান(জেলা প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন) সভাপতিত্ব করবেন: আবুল কালাম ছিদ্দিকী ডাবলু(প্রভাষক, গিয়াসউদ্দিন খান কলেজসদরপুর, ফরিদপুর) সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, কোরআন তেলাওয়াত করেন ঝডঋ এর সদস্য হাফেজ মাওলানা মো. রাকিবুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন, এসডব্লিউএফ এর সভাপতি লিয়াকত হোসেন। সদস্যদের মধ্য থেকে আরো বক্তব্য প্রদান করেন, মো. পারভেজ হোসেন ও হাসিবুল হাসান সাগর। শিক্ষার্থী মধ্যে থেকে বক্তব্য দেন, ওয়াহিদা খন্দকার, ঈশিতা খাতুন, রাশেদুল মোল্লা। অতিথিদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন, মো. আসলাম, আনিসুজ্জামান মোল্লা, ফজলে রাব্বি মুবিন, মনির হোসেন, হাসানুর রহমান রিয়াদ, পান্না বালা, ছিদ্দিকুর রহমান, বজলুর রশিদ খান ও প্রধান অতিথি অধ্যাপক আলতাফ হোসেন। বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার কোন বিকল্প নাই বলেন তারা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলতাফ হোসেন ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করা শিক্ষকদের স্বরন করিয়ে দিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, একজন আদর্শ শিক্ষক এভাবেই নিজের জীবন উৎসর্গ করে, শিক্ষার্থীদের আগলে রাখেন। তাই জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে গেলে শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদেরকে সর্বোচ্চ সম্মান দেবে, কারো প্ররোচনায় শিক্ষকদের সাথে কখনো খারাপ আচরণ করবে না। গত বছর ৫ আগস্টের পরে কিছু বিচ্ছিন্ন ঘটনায় শিক্ষকদের সাথে ছাত্রদের আচরণ দেখে আমার হৃদয় রক্তাক্ত হয়েছিল। মাইলস্টোন কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করার ঘটনায় সেই রক্তাক্ত হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করেছে এবং প্রলেপ লেপন করে দিয়েছে। শিক্ষক তো এমনই হয়। প্রধান অতিথির বক্তব্যের পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট সহ ফুলের শুভেচ্ছা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর নগদ টাকা বিতরন করেন অতিথিরা। পরে উপস্থিত সবার মাঝে কুপন ড্রয়ের মাধ্যমে ৭ জন বিজয়ীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পরে স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ফান্ড এর প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসাইন অধ্যাপক আলতাফ হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম ছিদ্দিকী ডাবলুর সমাপনী বক্তব্য ও ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *