রবিউল করিম (ঢাকা) ধামরাই
ঢাকার ধামরাইয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করা ৩৬ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) প্রকল্পের অধীনে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ এইচএসসি পর্যায়ের ১৬ জন কৃতি শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে এবং এসএসসি পর্যায়ের ২০ জনকে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আইরিন সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
