ePaper

ছুরি-চাকু ও সন্ত্রাস রুখতে বগুড়া জেলা পুলিশের লিফলেট বিতরণ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ছুরি-চাকু ব্যবহার করে ছিনতাই ও খুনের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। এ সময় ছুরি-চাকু ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূলক স্লোগান ছিলÑ “ছুরি-চাকু ও সন্ত্রাস রুখতে হবে এখনই, নিরাপদ বগুড়া আমাদের হাতেই”। লিফলেট বিতরণকালে পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “বগুড়ায় সম্প্রতি ছুরি ও চাকু ব্যবহার করে ছিনতাই ও হত্যার মতো ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। এসব অপরাধ ঠেকাতে পুলিশ-জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন। জনগণকে দ্রুত থানায় বা ফাঁড়িতে খবর দেওয়ার অনুরোধ করছি।” তিনি আরও বলেন, “নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, বরং সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বগুড়াকে নিরাপদ রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।” এ সময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও মিডিয়া) আতোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *