ePaper

রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি

জেলায় আজ দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ‘প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি সাংবাদিক সমিতির আয়োজনে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই সকলকে যার যার অবস্থানে থেকে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সাংবাদিক সমিতির বৃক্ষরোপণের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, সাংবাদিক মনসুর আহম্মেদ, রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাধারন সম্পাদক মিশু দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *