জহিরুল হক খাঁন (ফেনী) সোনাগাজী
ফেনী জেলা সোনাগাজী উপজেলাধীন নবাবপুর ইউনিয়ন এর স্বনামধন্য দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর ইসলাম খান স্যারের অবসর জনিত বিদায় অনুষ্ঠান জাঁক-জমক ভাবে অনুষ্ঠিত হয়। অবসর জনিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. এস এম তাহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার ইউ আর সি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন এবং সোনাগাজী উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রাথমিক সরকারি সমিতির সোনাগাজী উপজেলার নেতৃবৃন্দ, ৯নং নবাবপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষক মো. নুর ইসলাম খান ১৯৮৭ সালের ২১ এপ্রিল থেকে ২০২৫ সালের ১৪ জুন পর্যন্ত ৩৮ বছর ১ মাস ২১ দিন বর্ণাঢ্য কর্ম জীবন সুনামের সাথে অতিবাহিত করেন। তিনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। যা বর্তমান সময়ে একই ব্যক্তির মাঝে এইসব গুণ খুঁজে পাওয়া দুষ্কর। উপস্থিত বক্তারা স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
