ePaper

বালিয়াকান্দিতে ডাকাতি মামলায় কুখ্যাত ২ ডাকাত গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ২জন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা (মোল্লাপাড়া) গ্রামের নাসির মিয়া ওরফে আছিরুল মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪), জামালপুর (গ্রাম-অহল্লা, ভোটার এরিয়া-আলোকদিয়া) গ্রামের মো. ওয়াজেদ মৃধার ছেলে মো. রাশেদুল ইসলাম (৪০)। বুধবার রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের রমেশ চন্দ্র সরকার (৭১) এর বসতবাড়ীতে ৭-৮ জনের অজ্ঞাতনামা ডাকাতরা গত ২৭ জুন রাতে প্রবেশ করে। রাত সাড়ে ১২ টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত বসত বাড়ীতে ধারালো অস্ত্র দেখিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে একজোড়া স্বর্নের দুল ও নগদ ২০ হাজার টাকা লুন্ঠন করে। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে পেচানো, পরনে গেঞ্জি, হাফ প্যান্ট ও খালি পায়ে ছিল। ডাকাতির এক পর্যায়ে ভাতিজা বউ সুনীতা রানী সরকার তার মোবাইল নাম্বার থেকে আশে পাশের লোকজনদেরকে ডাকাত পড়েছে সংবাদ প্রদান করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা তার বসত ঘর থেকে বের হয়ে লোকজনকে এগিয়ে আসতে দেখে তার বসত ঘরের সামনে পটকাবাজী ফুটিয়ে ব্যাপক শব্দ ও ধোয়ার সৃষ্টি করে। এতে আতঙ্ক সৃষ্টি করলে এগিয়ে আসতে থাকা লোকজন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় গত ২৭ জুন মামলা দায়ের করে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ২ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *