মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল ১১টায় সরাইল উপজেলা মিলনায়তন রুমে এ আয়োজন করা হয়। সরাইল উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গত দুই অর্থ বছরের আওতায় উপজেলা মিলনায়তন রুমে এ পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা- উপ -পরিচালক (বিশেষ শিক্ষা শাখা) মো. তারিকুল ইসলাম, বিশেষ অতিথি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা- গবেষণা কর্মকর্তা এসইডিপি, গৌতম কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জীবন ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুলে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও দরুদ পাঠ পরিচালনা করেন, উপজেলা মসজিদের পেশ ইমাম মুফতি বাকিবিল্লাহ। পরে অতিথিরা শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বারোপ করে বক্তব্য দেন। বক্তব্য রাখেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল, আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের প্রিন্সিপাল ইকবাল হোসেন মূধা, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (মানিক), প্রধান অতিথি বলেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের সুনামধন্য জেলা, সরাইল উপজেলার ও সুনাম রয়েছে সারা দেশে, তোমরা ভাল ফলাফল করেছো ভালো জায়গায় যাবা আমরা তাহা প্রত্যাশা করি। ভালো ফলাফল করলেই হবে না ভালো মানুষও হতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করছে। নির্ধারিত সময়ে স্কুল পরিচালনা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। তিনি শিক্ষকদের নিয়মিত ক্লাস নেওয়ার আহ্বান জানান। সভাপতি ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, সকল শিক্ষা সংশ্লিষ্টকে দায়িত্বশীল হতে হবে। অভিভাবকদের সচেতনতার ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের গুরুত্বপূর্ণ দু’জন কর্মকর্তার পদ শূন্য, অনুরোধ করবো শিক্ষার মান সম্মত রাখতে দুইটি গুরুত্বপূর্ণ পদে অতি দ্রুত পদায়ন করতে। অনুষ্ঠানে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
