ePaper

৫০ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত সবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সব আরোহী মারা গেছেন বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার এএন-২৪ বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বিমানটি অবতরণের সময় আগুন ধরে যাওয়ায় সবাই প্রাণ হারান। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আমুর অঞ্চলে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। টেলিগ্রামে পোস্ট করা বার্তায় রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের জ্বলন্ত অংশ খুঁজে পাওয়া গেছে। আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। রাশিয়ার সংবাদ সংস্থার টিএএসএস জানায়, অবতরণের সময় বিমানের ক্রুদের ভুল অথবা চারপাশ ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাশিয়ার পূর্বাঞ্চল ও আর্কটিক অঞ্চলে আবহাওয়া প্রায় খারাপ থাকে। এ কারণে সেখানে বিমান চলাচল বিপজ্জনক হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিমান চলাচলের নিরাপত্তার মান উন্নত হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমান বিধ্বস্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *