ePaper

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ আজাদ বেনাপোলে আটক

মো. জাকির হোসেন, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) কে ভারত যাওয়ার সময় আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আব্দুস সামাদ আজাদ ভিসা ও পাসপোর্ট নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার ডাটাবেজ যাচাই বাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। আটককৃত আব্দুস সামাদ আজাদ  (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো: আকিব আলীর ছেলে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আমরা গোপন সূত্রে জানতে পারি, সে বেনাপোল দিয়ে ভারত চলে যাবে বলে বিশ্বস্থ সুত্রে জানতে পারি, সেই প্রেক্ষিতে আমরা বিভিন্ন চেকপোস্টে তার তথ্য বিবরনি দিয়ে অবগত করে রাখি, আমাদের আবেদনের প্রেক্ষিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই-বাছাইয়ের পর তার নামে মামলা আছে বলে নিশ্চিত হন, তিনি সাথে সাথে মৌলভীবাজার জেলা ডিআইও-১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করলে উল্লেখিত ব্যক্তির নামে ৭টি মামলা আছে। তাকে পুলিশ গ্রেফতারের জন্য খুঁজছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানান। বেনাপোল চেকপোষ্টের ওসি জানান, ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *