ePaper

কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে অডিটোরিয়াম হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশন স্কিমের সহায়তায় শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালেদা খানম, উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, কামাল খামার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ লিয়াকত আলী, শিক্ষার্থী নুসিন আক্তার প্রমুখ। এ সময় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে কলেজ, মাদরাসা ও কারিগরী বিভাগে শ্রেষ্ঠ ছিল। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দরুদ পাঠ ও দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *