বাবুল আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জে পাঁচ-বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন। একইসঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন প্রাপ্ত আসামি রাজ্জাক শেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখ এর ছেলে। এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে রড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠের নিয়ে ধর্ষণ করে রাজ্জাক শেখ। পরে শিশুটি সরিষা ফুল নিয়ে বাসায় ফিরে তার মার নিকট ধর্ষণের বিষয়টি জানান। এই বিষয়টি শিশুটির মা তার স্বামীর কাছে বলেন। পরে শিশুটির বাবা শিবালয় থানায় ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বিচারক এই রায় প্রদান করেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির তিনি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
