রবিউল করিম (ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র সহ আন্তজেলা ডাকাতকে দলের লিডার সহ সক্রিয় আট ডাকাতকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার সোয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার থেকে এ ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ধামরাই থানা কম্পাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বক্তব্যকালে এসব তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অপরিচিত ৮-১০ জন সন্দেহভাজন ব্যক্তি দাঁড়ালো অস্ত্র সহ পাকিস্তান বাজারে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে থাকলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত বিষয়টি আমাকে অবহিত করলে আমি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে বিপুল পরিমাণ দাঁড়ালো অস্ত্র সহ ওই আন্তজেলা ডাকাত দলের আটজনকে গ্রেপ্তার করাই। ঢাকা জেলার সীমান্ত এলাকা হাওয়াই এ আমতো জেলা ঢাকা দলের সদস্যরা এ অঞ্চলে ডাকাতি করার সুযোগ খোঁজে। স্থানীয় ব্যবসায়ীরা সচেতন হওয়ায় ডাকাতি হওয়ার আগেই ওই ডাকাত দলের সদস্যরা পুলিশের হাতে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দশ দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হল, মিলন মিয়া, (৩৪), ইমন হোসেন (২৫), মেহেদী হাসান (২৭),, চঞ্চল মিয়া (২৩), জাকির হোসেন (২৬), সেলিম মিয়া (২৪), আব্দুল মান্নান বেপারী (২২)ও সাইদুর রহমান তারে (৩৫)। এদের প্রত্যেকেরই বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায়।
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দাঁড়ালো অস্ত্র সহ ৮ জন গ্রেফতার
