বাবুল আহমেদ, মানিকগঞ্জ
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ। রোববার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় তার হাতে পুরস্কার তুলে দেন। পেশাদারিত্ব, দায়িত্ববোধ, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং অপরাধ দমনসহ বিভিন্ন সূচকে অগ্রগামী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এসএম আমান উল্লাহকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
