রাজীব চৌধুরী, কেশবপুর
পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস যশোরের যৌথ আয়োজনে গতকাল সোমবার সকালে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলার সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ইতিহাসের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মো. ওয়াজেদ খান ডব্লিউ, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান রকি প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে কেশবপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ৪০ জন সেরা শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
