ফেনী প্রতিনিধি
ফেনীতে আকস্মিক বন্যা পরবর্তী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা শিক্ষা উপকরণের খুব অভাব অনুভব করছিলো। সেই অভাব পূরণ করতে সোস্যাল এইড এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় সোশ্যাল এইড এর উদ্যোগে সোনাগাজী উপজেলার ৯নং নবাবপুর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। নবাবপুর ইউনিয়নের ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি মাদ্রাসার ১ম শ্রণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষাথীদের মাঝে গতকাল আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের হলরুমে সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত মোট ৭৯৩ জন এবং মজুপুর তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমসহ ৩টি ভেন্যুতে সর্বমোট ১২০০ শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ: ১টি ব্যাগ, ৬টি খাতা, ১২টি কলম, ৬টি পেন্সিল, ১টি স্কেল, ১টি পেনসিলবক্স, ১টি ক্লিপবোর্ড, ২টি ইরিজার, ২টি শার্পনার, ১টি পানির বোতল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং নবাবপুর ইউনিয়নের জননন্দিত, জনগনের প্রত্যক্ষ বিপুল ভোটে নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম জহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল এইড এর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আকতার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। কায়সার রায়হানের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, আবদুল হাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাশ, দক্ষিন সুলতানপুর প্রাইমারির প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হাজিপুর, গোয়ালিয়া, মহদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ, সোশ্যাল এইড এর ডুকুমেন্টশন অফিসার মোহাম্মদ বায়েজিদ আহমেদ, ফিল্ড কো অর্ডিনেটর জিল্লুর রহমান, ভলান্টিয়ার ফাহিম, অভি, ইব্রাহিম, দিপ্তী রানী। প্রধান অতিথি বলেন, সোশ্যাল এইড যে উপকরণ দিয়েছে এর আগে অন্যকোন সংস্থা ইউনিয়নের সকল প্রতিষ্ঠানে প্রদান করেনি। আমিসহ পুরো ইউনিয়নবাসী আমরা সোশ্যাল এইড এর প্রতি কৃতজ্ঞ। সকল শিক্ষাথীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যত, তোমরা পড়াশুনা করে মানুষের মত মানুষ হতে হবে, প্রতিদিন স্কুলে আসবে সোশ্যাল এইড যে উপকরণ গুলো তোমাদেরকে দিয়েছে, শিক্ষকরা এখন মানসম্মত পাঠদান করে শিশুদের ভালো রেজাল্ট উপহার দিতে হবে। প্রোগ্রামের সভপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার এম নাসির উদ্দিন। ইউনিয়নের সকল শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা উপকরণ পেয়ে খুবই খুশি হন এবং সোশ্যাল এইড কে ধন্যবাদ জানান। এ ধরনের প্রোগ্রাম এলাকাবাসি ভবিষ্যতে আরো প্রত্যাশা করেন।
