ePaper

পটুয়াখালীতে এক শহিদ এক বৃক্ষ কর্মসূচিতে ২৪ গাছ রোপন

কাজী মামুন, পটুয়াখালী

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতির পুনর্জাগরণ এবং শহিদদের স্মরণে, জেলা ভিত্তিক ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলায় ২৪ জন শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ২৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে কর্মসূচির উদ্বোধন আলোচনায় প্রশাসনের কর্মকর্তা ও শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক জুয়েল রানা, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ শহিদ পরিবারের সদস্যরা। এ কর্মসূচির মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সচেতনতা বৃদ্ধি হবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *