ePaper

সিরাজগঞ্জে সমাজসেবা কার্যালয়ের ভগ্নদশা

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়টি রুগ্ন এবং ভগ্নদশায় পরিণত হয়েছে। অফিসে বসার জায়গা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসা ভাতাভোগীদের। সেমিপাকা টিনের ছাউনি দেওয়া এ অফিস কার্যালয়টি অনেক আগেই ভেঙে পাকা বহুতল ভবন করার প্রয়োজন দেখা দিলেও উদ্যোগের অভাবে তা আর হয়নি। সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের মাসিক সভায় প্রায়ই এ নিয়ে প্রস্তাব উঠলেও কার্যতঃ কোন অগ্রগতি নেই। বছরের পর বছর কেবল আশ্বাস দেওয়ার মধ্যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে। জানা যায়, এই অফিস থেকে প্রায় ৪৭ হাজার উপকারভোগীকে সেবা প্রদান করা হয়। এরমধ্যে বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা ভাতা, হিজরা ভাতা ছাড়াও দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যালাইজড, জন্মগত হার্টের রোগ ও থ্যালাসেমিয়ার মত জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচসহ বিভিন্ন সেবা দেওয়া হয়ে থাকে। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ আসেন সেবা নিতে। তবে অফিসে স্থান সংকুলান না হওয়ায় রোদ, বৃষ্টি থেকে বাঁচতে রাস্তা বা অন্যের বারান্দায় আশ্রয় নিতে হয় তাদের। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন বয়স্ক ও অসুস্থ মানুষরা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, উপজেলা পরিষদ থেকে সমাজসেবা অফিসের জন্য ১০ শতক জায়গা বরাদ্দ দেওয়া হলেও এখানে কোন ভবন তৈরির পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে সেমিপাকা টিনের ছাউনি দিয়ে রুম করে অফিসের কার্যক্রম চললেও সেবা গ্রহীতাদের বসতে দেওয়া মোটেও সম্ভব হয়না। এনিয়ে উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে অফিসের দুরাবস্থার কথা জানিয়েও কোন লাভ হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জান জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে বিল্ডিং ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা দেওয়া হলেও সেখানে কোন স্থাপনা নির্মাণ করা যায়নি। সামনে সুযোগ আসলে পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *