মানিকগঞ্জ প্রতিনিধি
সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল করার প্রতিবাদে চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সহযোগিতায় মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের খোন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে এই মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে রফিক চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান প্রিন্স, মাহবুবুর রহমান উজ্জলসহ অনেকে। সভায় বক্তারা বলেন, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে নানা অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়ন বেড়েই চলেছে। এর মাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এ সময় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অরাজকতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা।
