মনিরুজ্জমান মনির: শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসাটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদরাসাটিতে ১৪ জন শিক্ষক এবং ৩ জন স্টাফ রয়েছেন। এ বছর এই মাদরাসা থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৪ জনই অকৃতকার্য হয়েছে। শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর শেরপুর জেলায় মাধ্যমিকে পাসের হার ৫৩ দশমিক ৭৪ শতাংশ। দাখিলে পাসের হার ৪৯ দশমিক ৮৩ শতাংশ। শেরপুর জেলার ১০৫টি দাখিল মাদরাসায় শিক্ষার্থী ছিল ৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৫১৩ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। শুধুমাত্র একটা দাখিল মাদরাসায় ৪ জন শিক্ষার্থী ছিল। ওই চার শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কাংশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, আমার বাড়ির পাশেই মাদরাসাটি। এখানে তেমন পড়াশোনা হয় না। কিছুদিন আগে জানতে পেরেছি এখানে নতুন ভবন হবে। ভবন হয়ে লাভ কি, যদি পড়াশোনাই না হয়। মাদরাসার সুপার মো. মোতালেব জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই। কেন খারাপ হয়েছে? গত বছর কেমন ফলাফল ছিল জানতে চাইলে তিনি বলেন, গত বছর রেজাল্ট খারাপ ছিল বা কেন খারাপ ছিল তা জানি না। পড়াশোনা মান নিয়ে প্রশ্ন করা হলে ফোন কেটে দেন এবং ফোন বন্ধ করে দেন। তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার এডিট কমিটির সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনায় পদাধিকারবলে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে এই মাদরাসা বিষয় আমি নিয়মিত মনিটরিং করব। পাশাপাশি এ মাদরাসার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে নিয়মিত খোঁজ-খবর নেওয়ার জন্য।
Related News
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের
- Nabochatona Desk
- February 12, 2025
- 0
মো.জিয়াউল হক, শেরপুর শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের। গতকাল বুধবার সকাল ৮ টার দিকে অসাবধানতার কারনে বিদ্যুতের লাইন বন্ধ না […]
শেরপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
- Nabochatona Desk
- September 22, 2025
- 0
শেরপুর প্রতিনিধি শেরপুরের নকলায় দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার […]
সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন ইউএনও’র দৃঢ় প্রতিবাদগ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি
- Nabochatona Desk
- August 8, 2025
- 0
মো.জিয়াউল হক, শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে ‘সৌরভ চত্বর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিতর্কিত এক ব্যক্তির উপস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। তবে উপজেলা […]
