মনিরুজ্জমান মনির: শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসাটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদরাসাটিতে ১৪ জন শিক্ষক এবং ৩ জন স্টাফ রয়েছেন। এ বছর এই মাদরাসা থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৪ জনই অকৃতকার্য হয়েছে। শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর শেরপুর জেলায় মাধ্যমিকে পাসের হার ৫৩ দশমিক ৭৪ শতাংশ। দাখিলে পাসের হার ৪৯ দশমিক ৮৩ শতাংশ। শেরপুর জেলার ১০৫টি দাখিল মাদরাসায় শিক্ষার্থী ছিল ৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৫১৩ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। শুধুমাত্র একটা দাখিল মাদরাসায় ৪ জন শিক্ষার্থী ছিল। ওই চার শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কাংশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, আমার বাড়ির পাশেই মাদরাসাটি। এখানে তেমন পড়াশোনা হয় না। কিছুদিন আগে জানতে পেরেছি এখানে নতুন ভবন হবে। ভবন হয়ে লাভ কি, যদি পড়াশোনাই না হয়। মাদরাসার সুপার মো. মোতালেব জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই। কেন খারাপ হয়েছে? গত বছর কেমন ফলাফল ছিল জানতে চাইলে তিনি বলেন, গত বছর রেজাল্ট খারাপ ছিল বা কেন খারাপ ছিল তা জানি না। পড়াশোনা মান নিয়ে প্রশ্ন করা হলে ফোন কেটে দেন এবং ফোন বন্ধ করে দেন। তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার এডিট কমিটির সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনায় পদাধিকারবলে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে এই মাদরাসা বিষয় আমি নিয়মিত মনিটরিং করব। পাশাপাশি এ মাদরাসার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে নিয়মিত খোঁজ-খবর নেওয়ার জন্য।
Related News
শেরপুর ঝিনাইগাতীতে পার্টনার কংগ্রেসে ২০২৫ অনুষ্ঠিত
- Nabochatona Desk
- June 30, 2025
- 0
জিয়াউল হক, শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এণ্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার […]
শেরপুরে নকলা যৌথ বাহিনীর অভিযানে ভিজিডি’র চাল সহ বিএনপি নেতা গ্রেফতার
- admin-nabochatona
- May 31, 2025
- 0
মো.জিয়াউল হক, শেরপুর শেরপুরের নকলায় ভিজিডি’র ৯৬বস্তা চাল সহ বিএনপি’র নেতা শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা […]
শেরপুরে পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু
- Nabochatona Desk
- June 1, 2025
- 0
মো.জিয়াউল হক(কুমিল্লা) শেরপুর শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় পানিতে ডুবে নিলা ও শীলা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। […]
